সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর সংবাদমাধ্যমে কথা বলেননি সাকিব আল হাসান

সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর সংবাদমাধ্যমে কথা বলেননি সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক: সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর সংবাদমাধ্যমে কথা বলেননি সাকিব আল হাসান। পরের দিনই ঢাকায় চলে এসেছিলেন, অনুশীলন করেছেন মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

আজ যোগ দিয়েছেন বিপিএল সামনে রেখে রংপুর রাইডার্সের অনুশীলনেও। এবার সাকিব খেলবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে।

অনুশীলন শেষে দল নিয়ে ভাবনার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘রংপুর কখনোই ভিন্ন কিছু (শিরোপা ছাড়া) চিন্তা করে না। তারা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল সাজায়। আমার মনে হয় এই দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ।’

ভারত বিশ্বকাপে আঙুলের চোটে পড়ার পর প্রায় আড়াই মাস ক্রিকেটের বাইরে সাকিব।

এরমধ্যে নির্বাচনের ব্যস্ততা তো ছিলই। চোটের বর্তমান অবস্থা নিয়ে সাকিব জানিয়েছেন, ‘অনুশীলন শুরু করেছি। আরো কিছু দিন সময় লাগবে। বোলিং আঙুল যেহেতু, স্বাভাবিকভাবেই সময় লাগবে।

তবে উন্নতি হচ্ছে ভালোই।’

গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব অধিনায়কের দায়িত্বেও ছিলেন। আর গতবার রংপুরের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল হাসান সোহান। এবারও নুরুল আছেন। তবে দুজনের মধ্যে কাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হবে, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি রংপুর রাইডার্স কর্তৃপক্ষ।

সাকিবও বল রংপুরের দিকে ঠেকে দিয়েছেন, ‘এটা রংপুর রাইডার্স সিদ্ধান্ত দেবে। তাদের জিজ্ঞেস করলে উত্তর পাবেন। আমার মতামতের ওপর কিছু নির্ভর করে না। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবসময় মালিকদের ওপর নির্ভর করে, তারা কাকে চায়, কীভাবে চায়। সেভাবেই সব কিছু পরিকল্পনা করে।’

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলকে ঘিরে প্রত্যাশার ব্যাপারেও সাকিব কথা বলেছেন, ‘প্রত্যাশাটা বেশিই থাকবে। আমাদের গত বছর বেশ ভালো কেটেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেহেতু যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে বিশ্বকাপ, সেটা (কন্ডিশন) আমাদের খেলার সাথে মানাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *