শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময়||সত্যবয়ান

শ্রীবরদীতে হিন্দু সম্প্রদায়ের সাথে পুলিশের মতবিনিময়||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা||সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও দুর্গাপূজা উদযাপন মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছে শ্রীবরদী থানা পুলিশ।
২৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে শ্রীবরদী থানা কনফারেন্স রুম সীমান্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী থানার ওসি তদন্ত নাইম মো নাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচাজ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
থানার সেকেন্ড অফিসার মো আকতারুজামান সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী পৌরসভার প্যানেল মেয়র মো. আরশাফুল আলম বুদু, পৌর কাউন্সিলর মো. শাহজাহান কবির, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক চন্দন দাস, হিন্দু সম্প্রদায়ের নেতা শম্ভু সাহা, পিনাকী দও প্রমুখ। ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ধর্ম যার যার উৎসব সবার।
এবছর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দূর্গা পূজা পালন করা হবে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হবে। থাকবে সাদা পুলিশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এমময় উপজেলার ১০ টি দুর্গাপূজা মন্ডব মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *