শ্রীবরদীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন||সত্যবয়ান

শ্রীবরদীতে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিলের দাবিতে মানববন্ধন||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা|| জামুকা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ২০১৭ সালে গঠিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক গ তালিকাভুক্ত সকল ভুয়া / অ মুক্তিযোদ্ধাদের প্রকাশিত গেজেট mis সমন্বিত তালিকা বাতিল করে অনতিবিলম্বে প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ। ভুয়া/অ মুক্তিযোদ্ধা বানানোর মুখোশধারী কারিগরদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০ শে মে শনিবার দুপুরে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শ্রীবরদী উপজেলা কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ মো আমিনুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সালেহ মো নুরল ইসলাম হীরো, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো আমিনুল ইসলাম,বকশীগঞ্জের বীর মুক্তিযুদ্ধা ও সাবেক চেয়ারম্যান মো হেলাল উদ্দিন, বীর মুক্তিযুদ্ধা মো আফসার আলী,মো বাহাদুর আলী, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো জুয়েল আকন্দ, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো ইফতেখার হোসেন কাফি জুবেরী, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো আসাদুজাম্মান প্রিন্স, মুক্তিযোদ্ধা সন্তান মো কামরুজ্জামান লিপন প্রমুখ। এসময় দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা, ২ শতাধিক মুক্তিযোদ্ধার সন্তান সহ স্থানীয় বিভিন্ন পেশার ব্যাক্তি বগরা মানববন্ধন কমসূচিতে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *