ত্রিশালে নজরুল জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি দেখতে জেলা প্রশাসক||সত্যবয়ান

ত্রিশালে নজরুল জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি দেখতে জেলা প্রশাসক||সত্যবয়ান

আবু তোরাব,ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে নজরুল জন্মজন্মবার্ষিকী পালনের প্রস্তুতি দেখতে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

শনিবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কবির স্মৃতিবিজড়িত সরকারি নজরুল একাডেমি মাঠে আয়োজিত নির্মাণাধীন অনুষ্ঠানস্থল তিনি ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সফিকুল ইসলাম, ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আক্তারুজ্জামান প্রমূখ।

উল্লেখ্য, করোনা ভাইরাস মোকাবেলায় বিধি-নিষেধ থাকায় গত দুই বছর পালিত হয়নি নজরুল জন্মবার্ষিকীর উৎসব। সর্বশেষ ২০১৯ সালে পালিত হয়েছিল এই উৎসব।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুল মাঠের বর্তমান নাম সরকারি নজরুল একাডেমি) নজরুল মঞ্চে তিন দিনব্যাপী নজরুল জন্মবার্ষিকী উৎসব শুরু হচ্ছে আগামী বুধবার। জন্মবার্ষিকীর উৎসব ঘিরে এখানে বসে তিন দিনব্যপী প্রাণের মেলা। এই মেলাকে ঘিরে আসেপাশের মানুষের রয়েছে আলাদা আগ্রহের জায়গা। ইতোমধ্যে মেলা প্রাঙ্গণে আসতে শুরু করেছে বিভিন্ন দোকানের মালামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *