শ্রীবরদীতে ট্রাফিক আইন বাস্তবায়নে চালকদের মাঝে পুলিশের ফুল বিতরণ

শ্রীবরদীতে ট্রাফিক আইন বাস্তবায়নে চালকদের মাঝে পুলিশের ফুল বিতরণ

শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ট্রাফিক আইন বাস্তবায়নে জনসাধারণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে  থানা পুলিশের উদ্যোগে হেলমেট পরিহিত লাইসেন্সধারী মোটরসাইকেল আরোহী   ও বৈধ লাইসেন্সধারী   সিএনজি সহ বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ফুল বিতরণ করা হয়েছে। ১৯ শে ফেব্রুয়ারি সোমবার সকালে  পৌর শহরের ব্যস্ততম  চৌরাস্তা মোড় এলাকায় ব্যতিক্রমী   চালকদের মাঝে ফুল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী।
পরে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় দুইশত যানবাহনের চালকদের মাঝে ফুল তুলে দেন থানা  পুলিশের  সদস্যরা।
ওসি কাইয়ুম খান  সিদ্দিকী বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ট্রাফিক আইন মেনে সচেতন ভাবে গাড়ি চালালে দুর্ঘটনার অনেকাংশ কমে যাবে।
চোখে ঘুম নিয়ে গাড়ি চালালে দুর্ঘটনার ঝুঁকি থাকে। প্রতিযোগিতা নয় সাবধানে গাড়ি চালাতে হবে সবাইকে। বিআরটির বৈধ  লাইসেন্সারি চালকদের মাঝে  আমরা ফুল বিতরণ করছি।  এসময় থানার সেকেন্ড অফিসার উপ পুলিশ পরিদর্শক মো: আকতারুজ্জামান সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *