শ্রীবরদীতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন||সত্যবয়ান

শ্রীবরদীতে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন||সত্যবয়ান

শ্রীবরদী সংবাদদাতা||শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর রোববার সকালে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য (তেল, চিনি, ডাল) উপকারভোগী পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শ্রীবরদী উপজেলায় ১৭ হাজার ৪৮১ জন উপকারভোগী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে। বিক্রয় কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে।
এসময় শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর ইউনিয়নের দুটি কেন্দ্রে ১ হাজার ১৫৬ জন উপকারভোগী টিসিবির পণ্য পাবে।
উল্লেখ্য, শ্রীবরদী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ হাজার ৪৮১ জন উপকারভোগী টিসিবির এসব পণ্য পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *