শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ||সত্যবয়ান

শ্রীবরদীতে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ||সত্যবয়ান

রানা শ্রীবরদী||টেকসই আগামীর জন্য জেন্ডার,সমতাই আজ অগ্রগণ্য, এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো ৮ ই মার্চ মঙ্গলবার শেরপুরের সীমান্তবর্তী উপজেলা শ্রীবরদীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস । এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরী তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি মো আতাউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো মোশারফ হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম , উপজেলা তথ্য কর্মকর্তা মৌরি আক্তার, সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় শেরপুর জেলার শ্রেষ্ঠ জয়িতা ও নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মিসেস মিনু আরা বেগম, নারী উদ্যোক্তা রাবেয়া বসরী, শ্রীবরদী থানার উপ-পুলিশ পরিদর্শক মো সামিউল হক প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *