শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালি||সত্যবয়ান

শেরপুরে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র‍্যালি||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||আন্তর্জাতিক নারী দিবসে শেরপুরে পিতা ও স্বামীর সম্পদ ও সম্পত্তিতে সমানাধিকার নিশ্চিত করার দাবিসহ সকল ক্ষেত্রে নারী-পুরুষের বৈষম্য নিরসন করে সমতা বিধনের দাবি জানানো হয়েছে। সেইসাথে নারী ও কন্যা শিশুর প্রতি ধর্ষণসহ সকল প্রকার সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। ৮ মার্চ মঙ্গলবার বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখা এবং নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ আয়োজিত নারী সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীর সভাপতিত্বে শহরের নিউমার্কেট চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদিকা মোছা. লুৎফুন্নাহার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাকিম বাবুল, নারী উদ্যোক্তা আইরীন পারভীন, নারী রক্তদান সংস্থার পঞ্চমী দে রুমা, তানিয়া তাবাসসুম, আবৃত্তিকার শ্যামলী মালাকার, প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আসম নয়ন, হারান চন্দ্র সাহা প্রমুখ।

এদিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *