শেরপুর ভেন্যুতে ঝিনাইদহকে হারিয়ে টাঙ্গাইলের শুভসূচনা

শেরপুর ভেন্যুতে ঝিনাইদহকে হারিয়ে টাঙ্গাইলের শুভসূচনা

স্টাফ রিপোর্টার: সারাদেশের ৮টি ভেন্যুতে ৩ মার্চ রবিবার একযোগে শুরু হয়েছে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ২০২৪। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মুতি স্টেডিয়াম ভেন্যুতে এদিন উদ্বোধনী খেলায় ঝিনাইদহ জেলা দলকে ৩ উইকেটে পরাজিত করে শুভ সূচনা করেছে টাঙ্গাইল জেলা দল। নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে ঝিনাইদহ জেলা দল ৪৬ দশমিক ৩ ওভারে ১১১ রানে অলআউট হয়। ঝিনাইদহের পক্ষে তাহমিদ এক ছক্কা, এক চারে ৮৮ বলে ৩০ রান এবং মাহবুব ১৮ রান করেন। অতিরিক্ত থেকে যোগ হয় ১৯ রান। টাঙ্গাইলের পক্ষে স্পিনার আ;নান ১৮ রানে ৩টি ও প্রিতম ৩১ রানে ৩টি করে উইকেট দখল করেন। জবাবে ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১২ রান তুলে জয়লাভ করে। টাঙ্গাইলের পক্ষে ব্যাটার রিজন ৪ চার ১ ছয়ে ৫০ বলে ৩২ রান এবং আসিফ হুমায়ুন ২ চার ২ ছয়ে ২১ রান করে। অতিরিক্ত থেকে যোগ হয় ১৫ রান। ঝিনাইদহ জেলার বোলার মেহেদী হাসান মোহন ৩ উইকেট দখলে নেন। খেলা শুরুর আগে বেলুনের ফেস্টুন উড়িয়ে শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম।

বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪২ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে ৪টি জেলা দল প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলাগুলো হলো-টাঙ্গাইল, ঝিনাইদহ, ফেনী ও চাপাইনবাবগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *