শেরপুরে ৫০তম শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত||সত্যবয়ান

শেরপুরে ৫০তম শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শেরপুরে জেলা পর্যায়ে ৫০তম স্কুল-মাদ্রাসার জাতীয় শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা ৩মার্চ শেরপুর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতাশেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।   
শেরপুর জেলা শিক্ষা অফিসার মো: রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরক্তি জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) মোকতাদিরুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার মো: মোকছেদুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত।  
এসময় জেলা প্রশাসক মো: মোমিনুর রশিদ বলেন, আমাদের ছেলে-মেয়েরা মোবাইলের প্রতি আশক্তি হয়ে পড়ছে। আগে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা মুখী ছিলো তারা। কিন্তু বর্তমানে মোবাইলের প্রতি আশক্তি হয়ে পড়ায় বিপথগামী হয়ে পড়ছে ছেলে মেয়েরা। তাই এখন থেকে মোবাইল ছেড়ে খেলার মাঠে ফিরে আসতে হবে। আগে লেখা পড়া, পড়ে খেলা ধুলা। তিনি আরো বলেন, করোনায় আমাদের লেখা পড়ায় অনেক ক্ষতি হয়েছে। কাজেই আর মোবাইল নয়। এখন থেকে মোবাইলের বদলে বই হাতে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *