শেরপুরে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ||সত্যবয়ান

শেরপুরে সাঁতার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করলেন জেলা প্রশাসক মোমিনুর রশীদ||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার || ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২১-২২) এর আওতায় শেরপুরে সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপণী ও ৩০ জন সাঁতার প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ মঙ্গলবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওইসব প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ও ক্রীড়া অফিসের আয়োজনে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত।

জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, আব্দুল মান্নান, শরিফুন নাহার শম্পা ও শারমিন রিমা, প্রশিক্ষণার্থী ফারহানা আফরিন মিভা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *