শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাথলেটদের নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বাছাইকৃত ২৫ জন অ্যাথলেটরা ওই প্রশিক্ষণ অংশ নিচ্ছেন।

২৮ জানুয়ারি রোববার দুপুরে শেরপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত।

এসময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা কুহিনুর বেগম বিদ্যুৎ, শেরপুর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম মনির, শ্রীবরদী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন ইভেন্টে ওই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *