শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন পাকুড়িয়া ইউনিয়ন||সত্যবয়ান

শেরপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন পাকুড়িয়া ইউনিয়ন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব-১৭-বালক) শেরপুর সদর উপজেলার ফাইনাল খেলায় চরশেরপুর ইউনিয়নকে ৫-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকুড়িয়া ইউনিয়ন একাদশ। ২১ মে শনিবার বিকেলে সদর উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতেই চরশেরপুর ইউনিয়ন একাদশ ১ গোলে এগিয়ে গেলেও একটু পরেই সমতা ফেরায় গত তিনবারের রানার্সআপ দল পাকুড়িয়া। এরপর আর খেলায় ফিরতে পারেনি চরশেরপুর ইউনিয়ন। অবশেষে চরশেরপুরকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পাকুড়িয়া।

ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন জুবাইদুল ইসলাম। আর ম্যান অব দি টুর্নামেন্ট হয়েছেন পাকুড়িয়া ইউনিয়নের আশিকুর রহমান আশিক। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কামারিয়া ইউনিয়নের রাব্বি হাসান পাপ্পি।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী ও চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সচিব জিন্নত আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বন্দে আলী মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে সদর উপজেলার ১৪ ইউনিয়ন দল নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করে। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *