শেরপুরে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-সত্যবয়ান

শেরপুরে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা-সত্যবয়ান

শেরপুর প্রতিনিধি :
‘আমার চোখে সারাদেশ”-এ শ্লোগানে শেরপুরে অনুষ্ঠিত হলো ২ দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা। ইউনিসেফের সহায়তায় ‘অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম পরিচালতি ‘হ্যালে’ ডেস্ক এ কর্মশালার আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে ১৫ নবেম্বর সোমবার সন্ধ্যায় অংশগ্রহণকারী ক্ষুদে সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এসময় তিনি তঁার বক্তব্যে বলেন, আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তারাই আগামী দিনে দেশ-জাতিগঠনের নেতৃত্ব দেবে। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন শিশু সাংবাদিক প্রশিক্ষণ সহায়ক ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন, আমাদেরকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবকিছু দেখার মানসিকতা তৈরী করতে হবে। সরকার তথ্য অধিকার আইনের মাধ্যমে সব ধরনের তথ্য উন্মুক্ত করার ব্যবস্থা করেছে। সিটিজেন চার্টারের মাধ্যমে সকল সরকারি সেবার বিষয়ে জনসাধারণকে অবহিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।
শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিলনায়তনে রবিবার সকালে দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, যারা এই কর্মশালার আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কারণ শিশুরা শুধু এই কর্মশালা থেকে সাংবাদিকতা শিখছে না, এর পাশাপাশি শিক্ষার্থীদের মেধারও বিকাশ ঘটবে। এ প্রশিক্ষণ ভবিষ্যৎ চলার পথে শিশুদের অনেক কাজে আসবে। হ্যালো’র সাব এডিটর সৈয়দা মৌ জান্নাতের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, শেরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত, শিশু সংগঠক অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ আহবায়ক ও পুলিশ লাইন একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন- এর প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক ছিলেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সাব এডিটর সৈয়দা মৌ জান্নাত, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এস এম জুবায়ের (দীপ), চ্যানেল আই ও কালেরকন্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল। কর্মশালায় জাতিসংঘ শিশু অধিকার সনদ, শিশু অধিকার ও শিশু আইন, সাংবাদিকতা ও শিশু সাংবাদিকা, সংবাদ সূত্র, উৎস ও খবর লেখার কৌশল, ফিচার লিখন, সাংবাদিকতার আইন-কানুন, নীতি-নৈতিকতা, সংবাদের ধরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ছবি ও ভিডিওগ্রাফি ধারণ এবং এর ব্যবহার সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালা চলাকালে সরেজমিন পরিদর্শন করে সংবাদ প্রতিবেদন লেখার ব্যবস্থা করা হয়। এ প্রশিক্ষণ কর্মশালায় শেরপুর জেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *