শেরপুরে টস ভাগ্যে চ্যাম্পিয়ন সরকারি ভিক্টোরিয়া একাডেমী

শেরপুরে টস ভাগ্যে চ্যাম্পিয়ন সরকারি ভিক্টোরিয়া একাডেমী

স্টাফ রিপোর্টার :বৃষ্টির হানায় ধুয়ে গেছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের শেরপুর জেলার ফাইনাল খেলা। তবে টস ভাগ্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমী। আগের রাতে ভারী বর্ষণের ফলে ২০ মার্চ সোমবার স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠের টার্ফ পীচ খেলার জন্য প্রস্তুত করতে দুপুর গড়িয়ে যায়। নবারুণ পাবলিক স্কুল বনাম সরকারি ভিক্টোরিয়া একাডেমীর মধ্যেকার ফাইনাল খেলার দৈর্ঘ্য কমে ২০ ওভার করে নির্ধারিত হয়। টস জিতে নবারুণ পাবলিক স্কুল দলের অধিনায়ক সরকারি ভিক্টোরিয়া একাডেমী দলকে ব্যাটিংয়ে পাঠায়। ভিক্টোয়িয়া একাডেমী ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রান করলে আবারো মুষলধারে বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা বন্ধ করে বৃষ্টি কমার অপেক্ষা করেন। কিন্তু ক্রমেই ভারী বর্ষণ শুরু হলে ফাইনাল খেলাটি আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। টুর্নামেন্টের নিয়ম অনুসারে কয়েন টসের মাধ্যমে বিজয়ী ও বিজিত দল নির্ধারণ করা হয়। এতে টস জিতে সরকারি ভিক্টোরিয়া একাডেমী অপরাজিত চ্যাম্পিয়ন ও টস হেরে নবারুণ পাবলিক স্কুল রানারআপ হয়েছে। খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য হাকিম বাবুল, সচিব মো. জিন্নত আলী, বিসিবি’র সহকারি জেলা কোচ রাফিউল ইসলাম রুমেল এবং খেলার আম্পায়ারদ্বয় মোতাহারুল ইসলাম শিপন ও সাইফ হোসেন শোভন বিজয়ী, বিজিত এবং অংশগ্রহণকারী দলগুলোর মাঝে বিসিবি’র স্মারক ক্রেস্ট বিতরণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে এবার জেলার ৪টি স্কুল দল অংশগ্রহণ করে। স্কুলগুলো হলো-সরকারি ভিক্টোরিয়া একাডেমী, নবারুণ পাবলিক স্কুল, পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এবং আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুল। প্রাথমিক পর্বে স্কুলগুলো রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলার পর সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ২ দল ফাইনালে মোকাবেলা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *