শেরপুরে গ্রাম পুলিশ কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন: সত্যবয়ান

শেরপুরে গ্রাম পুলিশ কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন: সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: গ্রাম পুলিশ কর্মচারীদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন শেরপুর জেলা শাখার আয়োজনে ৩০ অক্টোবর রোববার দুপুর ১২টায় শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে বাংলাদেশ গ্রাম পুলিশকে স্ব-উদ্যোগে চাকুরী জাতীয়করণের আদেশ প্রদান করেন। পরবর্তীতে ১৯৭৬ সালে স্মারক নং এস ১/১ইউ-৫/৭৬/১৮/১(৬৬) তাং ১৭/০১/১৯৭৬ ইং সালে এক পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ হতে প্রতিটি জেলায় প্রেরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই আদেশ মূলে জারিকৃত গ্রাম পুলিশদের চাকুরী জাতীয়করণের পরিপত্রটি আজও বাস্তবায়ন হয়নি। সারাদেশে ৪৬,৮৭০ জন গ্রাম পুলিশ কর্মরত ও নিয়োজিত রয়েছে।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশগ্রহণকারী শেরপুর জেলা সদর উপজেলাসহ পাঁচ উপজেলার গ্রাম পুলিশ কর্মচারীরা তাদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবি বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি সুদৃষ্টি কামনা করেছেন।

মানববন্ধন শেষে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসক সাহেলা আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শেরপুর জেলা গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি মো. শাহজামাল ও সাধারণ সম্পাদক মো. মুকুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *