নালিতাবাড়ীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন: সত্যবয়ান

নালিতাবাড়ীতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন: সত্যবয়ান

বুলবুল আহম্মেদ: শেরপুরে আনসার ও ভিডিপি’র উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ এর চারা রোপন করা হয়েছে। ২৪ অক্টোবর সোমবার সকালে নালিতাবাড়ী ১২ আনসার ব্যাটালিয়ন কার্যালয় মাঠে এ কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাটালিয়ন পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

উদ্বোধনকালে তিনি বলেন, সকলের মনে রাখতে হবে নিজের সন্তানের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য যেমন যত্ন নিতে হয়, তেমনি গাছ লাগানোর পর গাছের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে উঠার জন্য যত্ন নিতে হবে। বৈশ্বিক উষ্ণতা, বন্যা, খরা ও ভূমিকম্পের মত প্রাকৃতিক দুর্যোগ হতে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে বাহিনীর তৃণমূলের সদস্যদেরকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সারা দেশব্যাপী বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই আলোকে ১২ আনসার ব্যাটালিয়ন নালিতাবাড়ী ও শেরপুর ব্যাটালিয়ন সদর দপ্তরে শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।

এসময় সহকারী পরিচালক মোহাম্মদ ইমরোজ খালেদসহ ব্যাটালিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *