শেরপুরে ক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবীতে বিসিএস শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

শেরপুরে ক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবীতে বিসিএস শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, স্কেল আপগ্রেডেশন, আন্ত:পদসৃজন, পদোন্নতি,ক্যাডার বৈষম্য নিরসন সহ ন্যায্য দাবীসমূহ বাস্তবায়নের দাবীতে শেরপুরে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে শেরপুর জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া। অনুষ্ঠানে জেলা কমিটির সভাপতি অধ্যাপক আলিফউল্লাহ আহসানের

সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রধান অতিথি শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, কেন্দ্রিয় নেতা কাজী হাছানুজ্জামান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দাবীসমূহ উন্থাপন করে জানানো হয়, লিখিতভাবে আপত্তি জানানোর পরও শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত ৫১২টি পদ তফসিল বহির্ভুত করে প্রাথমিক শিক্ষ অধিদপ্তরের নিয়োগবিধি চুড়ান্ত করা হয়েছে। যা শিক্ষা ক্যাডারের অস্তিত্বের ওপর আঘাত। শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তা ৭ হাজারেরও বেশী। অথচ গত দুই বছর ধরে কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে। তাছাড়া ১২ হাজার ৪৪৪ পদ সৃজনের প্রস্তাব আটকে আছে দীর্ঘ ৯ বছর ধরে। শিক্ষা ক্যাডারের অধ্যাপক পদটি তৃতীয় গ্রেডে উন্নীত করার দাবী সহ ‘কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের’ দাবী জানানো হয়। দাবীসমূহ বাস্তবায়ন না হলে আগামী ২ অক্টোবর সারাদেশে
একদিনের কর্মবিরতি পালন এবং আগামী ১০-১২ অক্টোবর তিন দিন সারাদেশে একযোগে সরকারি কলেজ, মাদ্রাসা সহ সকল দপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সবার্ত্মক কমবিরতি পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শেরপুর জেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *