শেরপুরে ইশারা ভাষা দিবস পালিত

শেরপুরে ইশারা ভাষা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস।  এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা কর্মকর্তা হাসান শরাফত এর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক, উপসচিব (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এ সময় শহরের বাক প্রতিবন্ধী টেইলারিং ব্যবসায়ী তৃপ্তি টেইলার্স এর স্বত্বাধিকারী নন্দ দুলাল বাংলা ইশারা ভাষায় বাক প্রতিবন্ধী হয়েও তার সাফল্য গাথা জীবন চিত্র তুলে ধরেন।

তিনি নিজেই টেইলারিং এর ব্যবসা শুরু করেন এবং তার সাথে সহযোগী রাখেন আরো ৭জন বাক প্রতিবন্ধী। পরবর্তীতে ৭ জন বাক প্রতিবন্ধীকে সেলাই প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠা করেছেন তিনি। সেই সাথে তার এক ছেলে রঞ্জন পাল চুয়েট এর প্রভাষক এবং আরেক মেয়ে নন্দিনী পাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। জেলায় ৩ হাজার ১৫৪ জন বাক ও শ্রবণ প্রতিবন্ধী মানুষ রয়েছে বলে জেলা সমাজসেবা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *