শেরপুরে আদালতের এজলাসে ধর্ষণের আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে, তারপর জামিন

শেরপুরে আদালতের এজলাসে ধর্ষণের আসামির সঙ্গে ভুক্তভোগীর বিয়ে, তারপর জামিন

স্টাফ রিপোর্টার: শেরপুরের নারী শিশু আদালতের এজলাস কক্ষে ধর্ষণ মামলার আসামির সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছে। এরপর বিচারক আসামিকে জামিন দেন। বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক কামরুন নাহার রুমির আদালতে এ ঘটনা ঘটে।

ধর্ষণ মামলার আসামি মো. হাইয়ুল ইসলাম(২৩) বাড়ি শেরপুর শহরের বাগরাকসা মহল্লায়। তিনি একজন শিক্ষার্থী আর ভুক্তভোগী তরুণীর (২২) বাড়ি চাপাতলি মহল্লায়।

আদালত সূত্রে জানা যায়, ৫ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়। বিচারকের নির্দেশে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতে বিয়ে পড়ান কাজি আবুজর মো. আল-আমীন।

বিয়ে শেষে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান বিচারক কামরুন নাহার রুমি। পরে বিচারক আসামির জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *