শেরপুরের হরিজন পল্লীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন-সত্যবয়ান

শেরপুরের হরিজন পল্লীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন-সত্যবয়ান

আজ ১৭ই ডিসেম্বর, বিজয়ের পঞ্চাশ বছর পূর্তির প্রথম দিন, শেরপুরের হরিজন পল্লীতে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং শিশুদের স্বাস্থ্য সচেতনতা মূলক মুক্ত আলোচনা ও স্যানিটারি প্যাড বিতরণ করে এনসিটিএফ শেরপুর জেলা কমিটি। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিটিএফ শেরপুর কমিটির প্রধান উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ (অধ্যক্ষ, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন), হরিজন পল্লীর সভাপতি জনাব নন্দ হরিজন, এনসিটিএফ এর শিশুকর্মকর্তাগণ এবং হরিজন পল্লীতে বসবাসকারী শিশু ও নারীরা।
প্রথমেই সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানিকতা আরম্ভ করেন এনসিটিএফ শেরপুর জেলার ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার রজত সাহা অন্তু, তিনি সকলকে আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে অবগত করেন এবং মুক্ত আলোচনায় অংশগ্রহণের জন্য উপস্থিত সকলকে আহবান জানান। পরবর্তীতে, উক্ত কমিটির মেয়ে শিশু গবেষক তাসনোভা আলম মুক্ত আলোচনার প্রারম্ভ করেন। তিনি সকল শিশু ও নারীদের উদ্দেশ্য করে বলেন যে,
আমাদের সকলের উচিত মাসিক এর মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয়টিকে উপেক্ষা না করে, এ সংক্রান্ত যেকোনো সমস্যার সম্মুখীন হলে তা অভিভাবকদের সাথে আলোচনা করা উচিত। স্যানিটারি প্যাড ব্যবহারে উদাসীন হওয়া চলবে না, মাসিক-এ ব্যাথা উপশম করার ক্ষেত্রে ব্যাথানাশক ওষুধ সেবনে নিরুৎসাহিত করা এবং প্রয়োজনে গরম পানি পান ও সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
হরিজন পল্লীর শিশু ও নারীদের মধ্যে থেকে কিছু জানতে চাওয়া হলে, জ্যোতি হরিজন নামক একজন মেয়ে শিশু তার অভিজ্ঞতা এবং পরামর্শ তুলে ধরেন। তিনি বলেন,
স্কুল বাড়ির কাছে হওয়ায় এধরণের সমস্যায় পরলে তিনি স্কুলের শিক্ষক-শিক্ষিকার নিকট উক্ত সমস্যাটি তুলে ধরলে উনি বাড়িতে চলে আসতেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেন। উনার মতে বাড়ি কাছে হওয়ায় তিনি এ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। কিন্তু যদি কারোর বাড়ি স্কুল থেকে দূরে অবস্থিত হয় বা তাৎক্ষণিক স্যানিটারি প্যাড বা অন্যান্য প্রয়োজনীয় সকল জিনিসপাতি যা দরকার পরতে পারে৷ সেগুলো স্কুল কর্তৃপক্ষ ঐ মুহূর্তে সরবরাহ করার ব্যবস্থা থাকলে এবং তারা সহযোগিতা করলে এ ধরনের যেকোনো সমস্যা কোনো হয়রানি ছাড়াই সমাধান সম্ভব। তিনি আরও বলেন যে, মাসিক এর সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। স্যানিটারি প্যাড ব্যবহার করার অভ্যাস থাকতে হবে এবং তার বদলে কাপড় ব্যবহারে নিরুৎসাহিত করেন তিনি।
বীথি হরিজন নামের একজন নারী জানান যে,
সকল শিশুর উচিত তাদের সমস্যার কথা অভিভাবকদের কাছে তুলে ধরা কারণ তারাই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিবে এবং তিনিও মনে করেন মেয়ে শিশু ও নারীদের মাসিক বিষয়টিকে উপেক্ষা করলে চলবে না, প্রয়োজনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পরিবারের বয়োজ্যেষ্ঠ যিনি এ ব্যাপারে জানেন তার পরামর্শ নেয়া যেতে পারে।
অনুষ্ঠানটির এ পর্যায়ে এনসিটিএফ শেরপুর এর মেয়ে শিশু সংসদ সদস্য মু্হসানাত তাহিরাহ বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে কিছু কথা তুলে ধরেন। তিনি বলেন, বাল্যবিবাহের ফলে মেয়ে শিশুদের শারীরিক নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের মধ্যে অনেকে বাল্যকালেই সন্তান প্রসব করে থাকে, যার ফলে মেয়ে শিশুটির মৃত্যুবরণেরও ঝুঁকি সৃষ্টি হয়। তিনি এ বিষয়ে সকলকে সচেতন হতে বলেন এবং ১৮ বছরের নিচে কোনো মেয়ে শিশুর বিয়ে দেয়া থেকে বিরত থাকতে বলেন।
এর পরিপ্রেক্ষিতে এনসিটিএফ শেরপুর এর বিশিষ্ট প্রধান উপদেষ্টা জনাব আবুল কালাম আজাদ স্যার হরিজন পল্লীতে বাল্যবিবাহ হয় কি-না এ বিষয়ে জানতে চাইলে, বসবাসকারীরা বলেন গত এক বছরে কোনো বাল্যবিবাহ হয়নি তাদের পল্লীতে এবং আগে যা-ও হয়েছিলো আগের থেকে এখন পল্লীবাসী অনেক সচেতন। তাই তারা-ও বাল্যবিবাহকে নিরুৎসাহিত করছে । অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিটিএফ এর কার্যকরী সদস্য সাইরী ।
হরিজন পল্লীর সভাপতি জনাব নন্দ হরিজন তার বক্তব্যে বলেন,
বিদ্যালয় বা পাঠদানের জন্য তেমন কোনো প্রতিষ্ঠান তাদের নেই। পাঠদানের জন্য একটি বড় কক্ষের ব্যবস্থা করা দরকার। খেলার মাঠ, শিক্ষার অভাব, সময় কাটানোর সুন্দর মাধ্যম, বিনোদন ব্যবস্থার অভাব ইত্যাদি কারণে উক্ত পল্লীর শিশুরা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পরে। তিনি বলেন, বাল্যবিবাহের জন্য মেয়ে শিশুর শারীরিক স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তারা মরণাপন্ন হয়ে পড়ে, ডেলিভারিতে সমস্যা হয় ফলে সঠিক বয়সে অর্থাৎ ১৮ বছর হবার পর বিয়ে দেয়া উচিত। মেয়েদের অনেক কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিয়ের দায়িত্ব অভিভাবকদের, পালিয়ে বিয়ে করার রীতি বন্ধ করা উচিত। উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা উচিত। শিশুদের উচিত অভিভাবকদের কথা শোনা, তাদের সিদ্ধান্তে বিশ্বাস রাখা। সাধারণত দেখা যায় যে, বাল্যবিবাহের ফলে বা পালিয়ে বিয়ে করলে নারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। শেষে বিবাহবিচ্ছেদসহ নানা হয়রানির শিকার হতে হয় মেয়েদের, শিক্ষিত হওয়া উচিত সকল নারীদের। অল্প বয়সে বিয়ের ফলে নারীদের লাবণ্যতা চলে যায় এবং তাদের স্বামীরা তাদের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাই সকল শিশুদের উচিত তাদের অভিভাবকদের কথা মেনে চলা এবং বিয়ের বয়স হলে তাদের অভিভাবক নিজেরাই দায়িত্ব নিয়ে বিয়ে দিবে এতে বিশ্বাস রাখা। বিয়ের ব্যাপারে নিজেরা চিন্তাভাবনা করা ঠিক হবে না।
আজকের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে যার অবদান সবচেয়ে বেশি ছিলো, তিনি হলেন হরিজন পল্লীর মুক্তা হরিজন। যার মাধ্যমেই আমরা আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে শুরু ও শেষ করতে পেরেছি। তিনি চমৎকার কিছু কথা বলেছেন সকল শিশু ও অভিভাবকদের উদ্দ্যেশ্যে। উনার মতে,
শিশুদের উপযুক্ত বয়সের আগে মোবাইল ফোন বা ডিজিটাল এমন কোনো ডিভাইস দেয়া উচিত না যার মাধ্যমে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলের সাথে সম্পৃক্ত হতে পারে। কারণ এর ফলে তাদের অচেনা অজানা মানুষদের সাথে নানাধরনের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে অনেক শিশু পালিয়ে বিয়ে করার মতো একটা লজ্জাজনক কাজ করে বসে৷ তিনি বলেন, পরিবারে মা-দের উচিত তাদের সন্তানদের প্রতি যত্ন নেয়া, তাদের প্রতি নজর রাখা, তারা যেনো সঠিক পথে চলে এবং কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে না পরে বা উল্টোপাল্টা কিছু করে না বসে। তিনি এ-ও বলেন যে, একজন নারী বিবাহের মাধ্যমে শুধুমাত্র একজন স্ত্রী এর দায়িত্ব পালন করেন না। তাকে পালন করতে হয় একজন মা’য়ের দায়িত্ব, একজন রাধুনির দায়িত্ব, একজন তত্ত্বাবধায়ক এর দায়িত্বসহ অগণিত আরও নানা দায়িত্ব। তবুও এর মধ্যে দিয়েই সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে মা’কে।
হরিজন পল্লীর সভাপতি জনাব নন্দ হরিজন তার বক্তব্যে বলেন,
বিদ্যালয় বা পাঠদানের জন্য তেমন কোনো প্রতিষ্ঠান তাদের নেই। পাঠদানের জন্য একটি বড় কক্ষের ব্যবস্থা করা দরকার। খেলার মাঠ, শিক্ষার অভাব, সময় কাটানোর সুন্দর মাধ্যম, বিনোদন ব্যবস্থার অভাব ইত্যাদি কারণে উক্ত পল্লীর শিশুরা নানা অপরাধমূলক কাজে জড়িয়ে পরে। তিনি বলেন, বাল্যবিবাহের জন্য মেয়ে শিশুর শারীরিক স্বাস্থ্য খারাপ হয়ে যায়, তারা মরণাপন্ন হয়ে পড়ে, ডেলিভারিতে সমস্যা হয় ফলে সঠিক বয়সে অর্থাৎ ১৮ বছর হবার পর বিয়ে দেয়া উচিত। মেয়েদের অনেক কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিয়ের দায়িত্ব অভিভাবকদের, পালিয়ে বিয়ে করার রীতি বন্ধ করা উচিত। উপযুক্ত বয়সে বিয়ের ব্যবস্থা করা উচিত। শিশুদের উচিত অভিভাবকদের কথা শোনা, তাদের সিদ্ধান্তে বিশ্বাস রাখা। সাধারণত দেখা যায় যে, বাল্যবিবাহের ফলে বা পালিয়ে বিয়ে করলে নারীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। শেষে বিবাহবিচ্ছেদসহ নানা হয়রানির শিকার হতে হয় মেয়েদের, শিক্ষিত হওয়া উচিত সকল নারীদের। অল্প বয়সে বিয়ের ফলে নারীদের লাবণ্যতা চলে যায় এবং তাদের স্বামীরা তাদের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তাই সকল শিশুদের উচিত তাদের অভিভাবকদের কথা মেনে চলা এবং বিয়ের বয়স হলে তাদের অভিভাবক নিজেরাই দায়িত্ব নিয়ে বিয়ে দিবে এতে বিশ্বাস রাখা। বিয়ের ব্যাপারে নিজেরা চিন্তাভাবনা করা ঠিক হবে না।
জনাব আবুল কালাম আজাদ বলেন,
জনউদ্যোগের মাধ্যমে হরিজন পল্লীর হরিজন জননী ও শিশুদের সাথে উনার সম্পর্ক অনেক গভীর ও সুন্দর হয়ে উঠেছে। সকলকে সম্মান ও শ্রদ্ধা জানান তিনি। তিনি সবাইকে হরিজন পল্লীর ইতিহাস সম্বন্ধে অবগত করেন। ভারতবর্ষের এলাহাবাদে বসবাস করতেন তারা, ২০০ বছর আগে ব্রিটিশরা অর্থনৈতিক নিরাপত্তার কথা বলে প্রতিশ্রুতি দেন এদেশে আসলে তাদের শিক্ষা, অর্থনৈতিক দিক থেকে সচ্ছল করে তুলবে। সেজন্য হরিজন বাসীরা এ দেশে চলে আসেন। হরিজন পল্লীর সাথে ওয়াদা ভঙ্গ করেছে ব্রিটিশরা। বিভিন্ন সমাজের মানুষকে, সকলকে এনে তিনি দেখাতে চান যে, আমাদের হরিজন পল্লীর মানুষেরা আমাদের সমাজে কত বড় অবদান রাখে। উনারা ঘৃণীত নন, উনারা অবহেলিত নন, আমাদের উচিত উনাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা এবং উনাদের প্রাপ্য মর্যাদা দেয়া। এনসিটিএফ এর সকল সদস্যকে, হরিজন পল্লীর সকলকে ধন্যবাদ জানান তিনি। তিনি আরও বলেন যে, বিজয়ের ৫০ বছর পূর্তিতে এসেও এই ডিজিটাল বাংলাদেশে আমাদের এখনো অনেক বাল্যবিবাহের সম্মুখীন হতে হচ্ছে, যা খুবই দুঃখের ব্যাপার আমাদের জন্য।
গারো, কোচ, হাজং, হরিজন অর্থনীতিতে পিছিয়ে পরেছে। যারা ধনাঢ্য ছিলো তারাই আরও ধনবান হচ্ছেন, কিন্তু যারা দারিদ্র্য তারা দারিদ্র্যতার করাল ছায়ায় গ্রাস হচ্ছে। আমরা এনসিটিএফ, জনউদ্যোগ, এফএফসিআরসহ সকল সামাজিক সংগঠনের সদস্যরা চেষ্টা করছি আমাদের সমাজের পরিস্থিতিকে আরও সুন্দর করে তুলতে। আমাদের সমাজকে সুন্দর ও স্বচ্ছ রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তিনি এ-ও বলেন যে- সৃষ্টি, বিকাশ, নাশ(প্রাকৃতিক তিনটা ধাপ)
বিকাশ – কচি, কাঁচা, পাকা
প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, হাস-মুরগি, পশু-পাখি তারা সময়তো ডিম দেয় বা বাচ্চা প্রসব করে। কিন্তু আমরা মানুষেরা সবচেয়ে বুদ্ধিমান প্রানী হয়েও অসময়ে বিয়ে দিচ্ছি, অসময়ে বাচ্চা প্রসব হচ্ছে। যার ফলে মানুষের নিজেদের জীবনেরই ক্ষতি হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। তিনি জোর দিয়ে বলেন যে, মানুষের জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে তার স্বাস্থ্য। উন্নত দেশে উপযুক্ত বয়সের প্রজনন ক্রিয়ার সক্ষমতা অর্জন হলে তারা আনুষ্ঠানিকভাবে আনন্দ উল্লাস করে, তার বিপরীত ঘটলে ডাক্তারের পরামর্শ নেন। কিন্তু আমাদের দেশের মানুষ এদিক থেকে অনেকটাই উদাসীন। তারা তাদের অতিব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে ডাক্তারের পরামর্শ নিতে নারাজ। কিন্তু এটা উচিত না, মাসিক-এ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কুসংস্কার দূর করতে হবে, বাল্যবিবাহ রোধে সকল শিশু ও বড়দের সচেতন হওয়া দরকার। মোবাইল ও ইন্টারনেটে আসক্তিতে জড়ানোর মূল কারণ অসচেতনতা। পরিবারের অভিভাবকদের উচিত সঠিক বয়সের আগে মোবাইল ফোন না দেয়া।
হরিজনবাসীদের উদ্দেশ্য করে বলেন, মেথর হয়ে জন্মালেও মেথর হয়ে মরতে চাওয়া উচিত না।
স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে, তিনি আশা রাখেন যে, এই হরিজন পল্লীর শিশুদের মধ্যে থেকেই অনেকে ডাক্তার-ইঞ্জিনার হবে, দেশের সেবায় নিজের আত্মসমর্পণ করবে।
পুরো অনুষ্ঠানটির অনেক সুন্দরভাবে সঞ্চালনা করেন সেইভ দ্যা চিল্ড্রেন এর জেলা ভলান্টিয়ার রজত সাহা অন্তু। তিনি এনসিটিএফ এর শিশুদের সাথে হরিজন পল্লীর শিশু ও নারীদের খোলামেলা আলোচনা করার সুন্দর পরিবেশ তৈরি করে দেন।
সবশেষে এনসিটিএফ শেরপুর জেলা কমিটির সভাপতি আফিফ আল আবরার সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *