বশেফমুপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও  মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত হয়েছে-সত্যবয়ান

বশেফমুপ্রবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত হয়েছে-সত্যবয়ান

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি, মেলান্দহ, জামালপুর ||বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(বশেফমুবিপ্রবি) নানা আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস-২০২১ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৬ই ডিসেম্বর,২০২১) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ,বিজয় র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয় ।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন বকুলতলায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুস্তম আলী ঠিকাদার এবং মুক্তিযুদ্ধাদের তালিকায় অনিয়ম নিয়ে প্রতিবাদ করে আলোচিত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। এসময় তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। এসময় তিনি বলেন- ” প্রকৃত মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে
সম্মাননা-সংবর্ধনা দিতে হবে ‌। বঙ্গবন্ধুর পাশে থেকে পেরণা দিয়েছিলেন বলেই শেখ ফজিলাতুন্নেছা মুজিব , রেণু থেকে হয়ে উঠেছিলেন বঙ্গমাতা। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মির্জা আজম এমপির নামে হলসহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতায় জড়িতদের নামে বিভিন্ন স্হাপনার নামকরণ করে সম্মানিত করা হবে ।”

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব ড. আব্দুস ছাত্তারের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন – সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম,গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ শাহজালাল, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী,ইইই বিভাগের চেয়ারম্যান মোঃ রাশিদুল ইসলাম, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক রায়হানা রহমান (লতা),মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন মির্জা হালিম, মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

এছাড়া বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় একই মঞ্চে মঞ্চস্থ হয় মেলান্দহ শহীদ সমর থিয়েটারের পরিবেশিত প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজীর নাটক ‘বীরঙ্গনা বিমলারা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *