শেরপুরের শ্রীবরদীতে ভোট কেন্দ্রের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-সত্যবয়ান

শেরপুরের শ্রীবরদীতে ভোট কেন্দ্রের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়নে ২৬ ডিসেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডাকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের দাবিতে ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ডাকরাপাড়া শ্রীবরদী সড়কে এক মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
ডাকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নূতন ভোট কেন্দ্রের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে আসা নারী ও পুরুষ ভোটাররা জানায়, তারা ডাকরাপাড়া গ্রামের প্রায় ১৯ শত ভোটার পার্শ্ববর্তী চরহাবর গ্রামের চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেটি প্রায় তিন কিলোমিটার দূরে গিয়ে ভোট প্রদানে নানাভাবে হয়রানী ও প্রতিকুলতার শিকার হতে হয় তাদের। তাই তারা ডাকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নূতন ভোট কেন্দ্র হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
ডাকরাপাড়া নূতন ভোট কেন্দ্রের বিষয়ে শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রেজাউল করিমে বিপক্ষে এক বিদ্রোহী প্রার্থীর ইশারায় কাউনেরচর সহ বিভিন্ন গ্রামের লোক নিয়ে কতিপয় স্বার্থান্বেষী মহল মানববন্ধন করেছে। সেখানে ডাকরাপাড়া গ্রামের আংশিক লোক মানববন্ধনে অংশগ্রহণ করেছেন।
এছাড়াও চরহাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মানুষ স্বাভাবিকভাবেই তাদের ভোট প্রদান করে থাকে। নৌকার বিপক্ষের প্রার্থী ঘোলা পানিতে মাছ শিকার করতেই এমন মানববন্ধন কর্মসূচি করিয়েছেন বলে তিনি এমনটাই দাবি করেন সাংবাদিকদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *