শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেরপুর জেলা আ.লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-সত্যবয়ান

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেরপুর জেলা আ.লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ ||শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শেরপুর জেলা আ.লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় শেরপুর জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করেন জেলা আ.লীগ।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আতিক বলেন, আমাদের স্বাধীনতার ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবস এক কলঙ্কময় দিন।
স্বাধীনতার উষালগ্নে স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। ৭১’র পরাজিত শক্তি আজো তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে।
তারা দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত।
 
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচারের কাজ শুরু করেছে। ইতোমধ্যে এ বিচারের কয়েকটি রায় কার্যকর হয়েছে।  
 
এসময় বক্তব্য রাখেন শেরপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিজ্ঞপিপি এডভোকেট চন্দন কুমার পাল, পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, হুইপ কণ্যা সাদিয়া রহমান অপি প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, শেরপুর জেলা আ.লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত দে ভানু, নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, আনোয়ারুল হাসান উৎপলসহ জেলা আ.লীগ উপজেলা আ.লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *