শেরপুরের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষকরা-সত্যবয়ান

শেরপুরের শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের কৃষকরা-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||শীত এলেই বাজারে মিলে শীতকালীন নানা ধরনের সবজি। তাই সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের চরাঞ্চলের কৃষকরা। অধিক লাভের আশায় সবজি চাষে ক্ষেতের পরির্চযা নিয়ে কৃষকদের যেন দম ফেলার সময় নেই। এদিকে, নিয়মিত মাঠ পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।

ব্রহ্মপুত্র নদের অববাহিকার জমিতে বালি’র পরিমাণ বেশি থাকায় শেরপুরের ধান চাষ খুব একটা ভালো হয়না। ফলে ধান চাষ আগ্রহ হারাচ্ছে স্থানীয় কৃষক। খানিক লাভের আশায় শীতকালীন সবজি চাষে ঝুঁকছে শেরপুর সদরের চরাঞ্চলের ৬ ইউনিয়নের চাষিরা।

জেলার চাহিদা মিটিয়ে রাজধানীর ঢাকাসহ বিভিন্নস্থানে রপ্তানি করা হয়। মৌসুমের আগেই ফুলকপি, বাধাকপি, টমেটো, সিমসহ শীতকালীন সবজির চারা গাছের পরিচর্যা থেকে কীটনাশক ছিটানো সব কাজ চলছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড: মুহিত কুমার দে বলেন, দেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ও উদ্বৃত্ত কয়েকটি জেলার মধ্যে সীামন্তবর্তী শেরপুর জেলা একটি। আগাম জাতের ধান কেটে একই জমিতে সরিষা, আলু ও শাক সবজি চাষ করায়। কৃষকরা এখন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে। এতে কৃষকরা বেশ লাভবান হবে।

সবজির বাম্পার ফলনের আশায় নিয়মিত মাঠ পরিদর্শন, কৃষি প্রণোদনা ও প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন এই কর্মকর্তা। ভালো ফলনে খরচ মিটিয়ে লাভের মুখ দেখবেন কৃষকরা প্রত্যাশা সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *