শেরপুরের ধলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

শেরপুরের ধলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৯ মে সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ সম্মেলণ কক্ষে চেয়ারম্যান মো. জাকির হোসেন ও ইউপি সচিব মো. হযরত আলী এর উপস্থাপনা ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

এসময় বাজেট অনুষ্ঠানে ইউপি সচিব ‘বাজেট পাঠ করে বলেন, ৫নং ধলা ইউনিয়ন পরিষদের নিজস্ব বাজেট আয়
৮ লাখ ৫৬ হাজার ৬০০ টাকা, উন্নয়ন বাজেট ৯১ লাখ ১৮ হাজার ১৯৬ টাকা সর্বমোট ৯৯ লাখ ৭৪ হাজার ৭৯৬ টাকা ধার্য করে ২০২৩-২০২৪ অর্থ বছরের এ বাজেট ঘোষণা করেন।

এসময় চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ৫নং ধলা ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়ন, গ্রাম আদালতে মানুষের সেবা এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এ বাজেট বরাদ্দ রাখা হয়েছে। সেই সাথে বাজেটে ইউনিয়নের রাস্তাঘাটসহ সকল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি এমনটাই জানান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে ধলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক খোরশেদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ, প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য নিটু মিয়া, সাবেক ইউপি সচিব রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *