শনিবার পিলখানা শহীদদের মাগফিরাত কামনায় বিজিবির দোয়া মাহফিল

শনিবার পিলখানা শহীদদের মাগফিরাত কামনায় বিজিবির দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: পিলখানা শহীদদের মাগফিরাত কামনায় দোয়া বিজিবির মাহফিল শনিবার

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি সংঘটিত হয় পিলখানা হত্যাকাণ্ড। নারকীয় এ হত্যাকাণ্ডের ১৪ বছর পূর্তিতে শনিবার পিলখানায় শহীদদের স্মরণে শাহাদৎ বার্ষিকী পালন করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে ২৫ ফেব্রুয়ারি শাহাদৎ বার্ষিকী পালিত হবে। এদিন শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিজিবি সদরদপ্তরসহ সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের ব্যবস্থাপনায় খতমে কোরআন, বিজিবি’র সব মসজিদ এবং বিওপি পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিল করা হবে।

এছাড়া এদিন বিজিবি’র সব স্থাপনায় বিজিবি রেজিমেন্টাল পতাকা অর্ধনমিত থাকবে এবং বিজিবি’র সব সদস্য কালো ব্যাজ পরিধান করবেন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি ও স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও বিজিবি মহাপরিচালক এবং শহীদদের নিকটাত্মীয়রা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *