যে দেশে সবার আগে উদযাপিত হলো নববর্ষ

যে দেশে সবার আগে উদযাপিত হলো নববর্ষ

অনলাইন ডেস্ক: ঘড়ির কাঁটা একটু একটু করে ৩১ ডিসেম্বর মধ্যরাতের দিকে এগোচ্ছে। একই সঙ্গে পুরো বিশ্ব নতুন বছরকে স্বাগত জানাতে পেছনের দিকে গণনা করছে। কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখার জন্য সব দেশ একই সময়ে নতুন বছর উদযাপন করে না। এমনও কিছু দেশ আছে, যারা নতুন বছরকে স্বাগত জানায় অন্য দেশগুলোর প্রায় এক দিন পর।

ওশেনিয়ার মধ্য প্রশান্ত মহাসাগরে অবস্থিত কিরিবাতি এবার সবার আগে প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখার পূর্বে এ দ্বীপ দেশটি অবস্থিত। জিএমটি বা গ্রিনিচ মান সময় সকাল ১০টায় দেশটি ২০২৪ সালকে স্বাগত জানায়।

অন্যদিকে সবার শেষে ২০২৩ সাল বিদায় নেবে মধ্য প্রশান্ত মহাসাগরের বেকার দ্বীপ থেকে। গ্রিনিচ মান সময় দুপুর ১২টায় দেশটি নতুন বছরকে স্বাগত জানাবে। সেই সময়ের মধ্যে কিরিবাতি ২ জানুয়ারিতে পা দেবে। নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম এবং শেষ স্থানের মধ্যে ব্যবধান ২৬ ঘণ্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *