বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন প্রকল্পের মালামাল বিতরন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন প্রকল্পের মালামাল বিতরন করলেন হুইপ আতিক-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের আওতাধীন শেরপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন প্রকল্পের মালামাল বিতরন করা হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা সরকারি গ্রন্হাগারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরন করেন সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক।

এ উপলক্ষে এক আলোচনা সভায় শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক।

এসময় হুইপ আতিক বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্বল্প পরিসরে সুন্দর ও মনোরম পরিবেশে বঙ্গবন্ধুকে তুলে ধরেছে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল হতে হবে।’

লাইব্রেরিয়ান সাজ্জাদুল করিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জয় গনপাঠাগার এর সভাপতি আনার হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *