নালিতাবাড়ীতে মাদকাসক্তকে ২০ মাস কারাদণ্ড||সত্যবয়ান

নালিতাবাড়ীতে মাদকাসক্তকে ২০ মাস কারাদণ্ড||সত্যবয়ান

আমিরুল ইসলাম,নালিতাবাড়ী ||শেরপুরের নালিতাবাড়ীতে রফিকুল ইসলাম রাজন (৩৫) নামে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছর আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের মধ্যবাজার নিজ বাসা থেকে আটকের পর ওই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। দণ্ডপ্রাপ্ত রাজন ওই মহল্লার মৃত আলী আহমদের ছেলে।

জানা গেছে, রাজন দীর্ঘদিন ধরে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ নানা মাদকে আসক্ত ছিল। তার পরিবার এ নিয়ে অতিষ্ঠ হয়ে এর আগে ভ্রাম্যমাণ আদালতে তুলে দিয়েছিল। কিন্তু এতেও রাজন নিয়ন্ত্রণে আসেনি। ফলে বৃহস্পতিবার তার অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীনকে অবহিত করেন।

পরে পুলিশের সহযোগিতায় বেলা এগারোটার দিকে বাসায় গিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হলে রাজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে হেরোইনসহ হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছর আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *