নকলায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’র বর্ণাঢ্য উদ্বোধন||সত্যবয়ান

নকলায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’র বর্ণাঢ্য উদ্বোধন||সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধি:বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্ম শতবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলার নকলা পৌরসভার উদ্যোগে ও আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন কার হয়। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি মোবাইল ফোনে এ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। এছাড়া বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (সদ্য পদায়ন প্রাপ্ত সিনিয়র সহকারী সচিব) কাউছার আহাম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্তা, পৗর সভার প্যানেল মেয়র ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইন্তাজ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলাম, পৌরসভার সচিব মো. মনিরুল ইসলাম, মোছা. সুফিয়া বেগম, জমিলা বেগম ও সুফিয়া বেগম; সাধারণ কাউন্সিলর মো. সারুয়ার আলম, মো. জরিফ হোসেন, নূরে আলম সিদ্দিক, মো. ফরিদ আহম্মেদ লালন, মো. তোতা মিয়া, মো. জিয়াউল হক, মো. ইয়াদ আলী, মো. রফিকুল ইসলামসহ পৌরসভার হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, সহকারী কর আদায় কারী মো. মোশাররফ হোসেন, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, হাজারো ক্রীড়ামোদি জনগন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় নকলা পৌরসভার ৫নং বাজার্দী ওয়ার্ড ও ৭নং মমিনাকান্দা ওয়ার্ড দল প্রতিদ্বন্ধীতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *