নকলায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা-সত্যবয়ান

নকলায় মাস্ক ব্যবহার না করায় জরিমানা-সত্যবয়ান

নকলা,(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় সংক্রামক ব্যাধি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৮ জানুয়ারি বিকেলে পৌর শহরের কাচারি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করে চলাচল করছেন সাধারণ মানুষ। ফলে এখন করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ও মাস্ক ব্যবহারে মানুষকে সচেতন করতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহাম্মেদের নেতৃত্বে নকলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার মাধ্যমে এ সময় মাস্ক ব্যবহার না করায় ৪ জনকে সর্বমোট ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে থানার এস আই রফিক, মানবাধিকার কর্মী স্বেচ্ছাসেবক মকিব হোসেন মামুন প্রমুখ আদালতকে সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহাম্মেদ জানান, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *