নকলায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন-সত্যবয়ান

নকলায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ‘বীর নিবাস’ ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারী) সকাল ১১টার পর উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘড়ি এলাকায় মৃত আক্রাম হোসেনের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান কর্তৃক বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আর্থ-সামাজিক অবস্থান উন্নয়নে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের একতলা বিশিষ্ট পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সেই প্রকল্পের আওতায় নকলায় মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ৪৯ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা পরিবার পাচ্ছে বীর নিবাস। এর মধ্যে প্রথম পর্যায়ে নির্মাণ হচ্ছে ১২টি বীর নিবাস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ৪৯টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১২টির টেন্ডার হয়ে গেছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগের কাজও চূড়ান্ত হয়ে গেছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মান কাজ শেষ হবে।

উল্লেখ্য, নকলায় চলমান ১২টি নিবাসের জন্য সর্বমোট ১ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ঘরে থাকবে দুটি শয়নকক্ষ, ১টি ডাইনিং, ১টি ড্রইং, ১টি রান্নাঘর ও দু’টি বাথরুম। প্রতিটি বীর নিবাস-এর জন্য খরচ হবে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *