নকলায় বিভিন্ন দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন-সত্যবয়ান

নকলায় বিভিন্ন দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন-সত্যবয়ান

নকলা,(শেরপুর) থেকে আব্দুল্লাহ আল-আমিনঃশেরপুরের নকলায় প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ আট দফা দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নকলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) অর্ধ শতাধিক শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঐক্যজোটের সভাপতি মাওঃ জাহিদ হাসান বলেন, আমরা শুরু থেকেই বৈষম্যের শিকার। দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে। আমরা ৩৭ বছর যাবৎ অবহেলিত পেটে ক্ষুধা নিয়ে পাঠদান হয় না। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর প্রতি বঞ্চিত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাইমারির ন্যায় জাতীয়করণ ঘোষণা দিয়ে মুজিব বর্ষকে চিরস্মরণীয় করার আশাব্যক্ত করেন।

উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আট দফা দাবির মধ্যে রয়েছে- স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো মাদরাসা বোর্ডের কোডের অন্তর্ভুক্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় একজন অফিস সহায়কের পদ সৃষ্টি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ৫ম শ্রেণি সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ডাটা বেইজ চূড়ান্ত করণ।

এসময় বক্তারা বলেন, ২০১৩ সালে ২৬ হাজার ৮৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলেও একই দেশে শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ইবতেদায়ী মাদরাসগুলোকে জাতীয়করণ করা হয়নি। আমরা আমাদের দাবি আদায়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে কোন কর্মসূচি পালনে প্রস্তুত রয়েছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের নকলা উপজেলার সভাপতি মাওঃ জাহিদ হাসান, সহ সভাপতি মাওঃ মোঃ জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ মোঃ জমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওঃ রাশেদুল ইসলাম রাজা,প্রচার সম্পাদক দিদারুল ইসলাম বিদ্যুৎ নকলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, সদস্য রাইসুল ইসলাম রিফাত
প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *