নকলায় বাড়ছে পুরাতন কাপড়ের কেনা বেচা-সত্যবয়ান

নকলায় বাড়ছে পুরাতন কাপড়ের কেনা বেচা-সত্যবয়ান

নকলা(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের নকলায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ক্রেতা বাড়ছে পুরাতন কাপড়ের দোকানে।

বিকেল থেকে রাত পর্যন্ত চলে তাদের বেচাকেনা। এর আগের বছর এসব দোকানে শুরুর দিকে বেচাকেনা আরম্ভ হলেও এ বছর শীতের প্রায় শেষ ভাগে এসে ক্রেতাদের পুরাতন কাপড় বিক্রির পরিমাণ বেড়েছে।

এরই ধারাবাহিকতায় নকলা পৌরশহরের বিভিন্ন রাস্তার পাশে দোকানে এ বছরও প্রচুর শীতের কাপড় নিয়ে এসেছে মওসুমি কাপড় ব্যবসায়ীরা।

হঠাৎ করে শীত শুরু হওয়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের গরম কাপড় কিনতে ভীড় করছেন। কাপড় পছন্দ হলে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে শুরু হয় দর কষাকষি। খেটে খাওয়া সাধারণ মানুষ কমদামের এসব কাপড় দিয়ে শীত মৌসুম পার করতে চাইছেন।

শীতের কাপড় কিনতে আসা ক্রেতা আবু হানিফ ও আঃ ছালাম মিয়া বলেন, কয়েকদিন যাবৎ ঠান্ডা পড়ায় শীতের কাপড় কিনতে এসেছি। এসব দোকানে সাধ্যের ভেতর অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। নতুন কাপড়ের দোকানে শীতের কাপড়ের দাম একটু বেশি। কিন্তু পুরাতন কাপড়ের দোকানে কম মূল্যে তা পাওয়া যায়। দামও হাতের নাগালে।

কাপড় বিক্রেতা জয়নাল মিয়া জানান, গত বছরের চেয়ে এবার পুরনো কাপড়ের দাম বেশি। এর আগের থেকে প্রতিটি গাইটে গড়ে দুই থেকে তিন হাজার টাকা পর্য়ন্ত দাম বেড়েছে। আমরা বেশি দাম দিয়ে ক্রয় করার কারনে বিক্রিও করতে হয় বেশি দামে। বেশি দামে বিক্রি করতে গেলে ক্রেতারা কিনতে চায় না। এ নিয়ে হতাশার মধ্যে আছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *