নকলায় শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নকলায় শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নকলা সংবাদদাতা: শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্যে সকল শ্রেণী-পেশার জনগনের উপস্থিতিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৮ মার্চ) ‘সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পর পরই নিবন্ধন’ এই স্লোগানকে ধারন করে পাঠাকাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

ইউপি সদস্য মো. নজরুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি সদস্য ছফির উদ্দিন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান।

সভায় আরো বক্তব্য রাখেন- নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা ভিজিটর আইরিন পারভীন, এলাকাবাসী শাহ মো. আনিছুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *