নকলায় বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

নকলায় বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন

আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা: সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, অসহায় দরিদ্রদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি শিহাবুল আরিফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সিনিয়র মৎস কর্মকর্তা অনিক রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, প্রাণী সম্পদ অফিসার ডা. ইসহাক আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজ সেবা অফিসার আলমগীর হোসেন, থানার ওসি রিয়াদ মাহমুদ, বিএডিসি হিমাগার কর্মকর্তা কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসাইন, সদস্য রেজাউল হাসান সাফিত এছাড়াও উপজেলার অন্যান্য কর্মকর্তারা ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ৭ জন প্রশিক্ষণার্থী মহিলাদের মাঝে সেলাই মেশিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *