নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্য বিতরণ করা হয়েছে।

২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ মৌসুম কৃষি প্রণাদনা কর্মসূচির আওতায় উপজেলার এক হাজার ১৫০ জন কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমদ-এঁর সভাপতিত্বে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা (এইও) কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, এইও কৃষিবিদ মো. শাহীন রানা, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অগণিত কৃষক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *