ত্রিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত-সত্যবয়ান

ত্রিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত-সত্যবয়ান

আবু তোরাব ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর পুরস্কার বিতরণী ও সমাপনী করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল মতিন সরকার চেয়ারম্যান উপজেলা পরিষদ ত্রিশাল ময়মনসিংহ।

উপজেলা নির্বাহি অফিসার মো:আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব এ বি এম আনিসুজ্জামান ত্রিশাল পৌরসভা, হাসান আব্দুল্লাহ আল মাহমুদ সহকারি কমিশনার (ভূমি) ত্রিশাল, তোফায়েল আহমেদ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ত্রিশাল, মোহাম্মদ মনিরুজ্জামান উপজেলা প্রকৌশলী এলজিইডি ত্রিশাল ।

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘প্রাণিসম্পদ অধিদপ্তর’ থেকে বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প একদিনের দেশব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, ২০২২’ আয়োজন করে। প্রকল্পের আওতাভুক্ত ৬১ টি জেলার ৪৯৯ টি উপজেলায় এ প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলায় নিয়ে আসা হয়েছে উন্নত প্রজাতির গরু, ছাগল, দুম্বা, ভেড়া, ময়না, পাখি, টিয়া, কবুতরসহ বিভিন্ন ধরনের পশু-পাখি। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *