টোকিও অলিম্পিকে দৌড়াবেন শেরপুরের জহির

টোকিও অলিম্পিকে দৌড়াবেন শেরপুরের জহির

স্টাফ রিপোর্টার: আগামী ২৩ জুলাই থেকে ৮ আগস্ট হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। বাংলাদেশ থেকে আর্চারি ডিসিপ্লিনে রোমান সানা সরাসরি খেলবেন। এছাড়া সাঁতার থেকে জুনায়না আহমেদ ও আরিফুল ইসলাম ওয়াইল্ড কার্ড নিয়ে অংশ নেবেন। অ্যাথলেটিকস থেকে ওয়াইল্ড কার্ড নিয়ে অবশ্য ১০০ মিটার স্প্রিন্টের কেউ সুযোগ পাননি। তবে দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল ও মানবী শিরিন আক্তারকে ছাড়িয়ে সুযোগ হয়েছে জহির রায়হানের। এই অ্যাথলেট অবশ্য অংশ নেবেন শুধুমাত্র ৪০০ মিটার ইভেন্টে।অ্যাথলেটিকস ফেডারেশনের সিলেকশন কমিটি এই তিন অ্যাথলেটের মধ্যে জহির রায়হানকে সেরা হিসেবে বিবেচিত করেছে। জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটার ইভেন্টে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে করা রেকর্ডটি নৌবাহিনীর এই অ্যাথলেটেরই।জহিরকে বাছাই প্রসঙ্গে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সিলেকশন কমিটি সবকিছু দেখেশুনে জহির রায়হানকে মনোনীত করেছে। টোকিও অলিম্পিকে জহিরই আমাদের প্রতিনিধিত্ব করবে।থ২০১৭ সালে বিশ্ব যুব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টে অংশ নিয়ে জহির সেমিফাইনাল খেলেছিলেন। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *