ঝিনাইগাতীতে বৈধ সম্পত্তি দখলের নানা পায়তারা|| প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন||সত্যবয়ান

ঝিনাইগাতীতে বৈধ সম্পত্তি দখলের নানা পায়তারা|| প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন||সত্যবয়ান

ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতীতে বৈধ সম্পত্তি দখলের নানা পায়তারার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জৈনক মো. শামসুদ্দিন খোকন। খোকন উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম এলাকার মৃত আলহাজ আব্দুল আলীর ছেলে। ১৭ এপ্রিল রবিবার দুপুরে হলদীগ্রাম তার নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুদ্দিন খোকন সাংবাদিকদের জানান, আব্দুল আলী ও লাল মিয়া এ দুটি পরিবার মহাজের হিসেবে গত ৬০ বছর ধরে বসবাস করে আসছে। কিন্তু শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট এর ড্রাইভার আব্দুল বাতেন উক্ত সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। ইতিপুর্বে মিথ্যা মামলা সহ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ ছাপিয়েছেন। পাশাপাশি ভুয়া দলিল করে উক্ত জমি বেদখলের পায়তারা করছে। তার ভয়ে এলাকার সবাই মুখ বন্ধ করে থাকে। আমরা এর প্রতিকার চাই।

এ ব্যাপারে শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্যাট এর ড্রাইভার আব্দুল বাতেন তাহার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন ভুয়া দলিল সম্পাদন করিনি। আর ভুয়া দলিল দ্বারা কোন জমির বৈধ মালিক হওয়া সম্ভব নয়। আমি যে জমিগুলো ভোগ দখল করছি, তাহার বৈধ কাগজের আলোকেই করছি। তাছাড়া তারা যে জমির উপর সংবাদ সম্মেলন করেছেন, সেটি আমার দাবীকৃত জমি নয়, প্রকৃত পক্ষে বাংলাদেশ সরকারের। আর সেটি সরকারের পক্ষে স্থানীয় ভুমি প্রশাসন পরিমাপ করে লাল নিশাণ লাগানোর পরেই তারা আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া ৮টি দাগের উপর আদালতে মামলা চলমান আছে এবং বিবাদীর বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ রয়েছে।
যাহার মামলা নং- ৩৭/২০২১ অন্য প্রকার, আদালতে বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন, এলাকার কিছু লোক আমার প্রতি ঈর্শানিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগন্ডা ছড়াচ্ছে। এছাড়া বৈ আর কিছুই নয়।

উক্ত সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব, সখিনা খাতুন, আক্তার আলী, নুর ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *