ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা-সত্যবয়ান

ঝিনাইগাতীতে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা-সত্যবয়ান

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি|| শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নের সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোজাম্মল হক, মেম্বার প্রার্থী জয়নাল আবেদীন প্রমুখ।

মতবিনিময় সভায় সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালসহ সকল পদের প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলায় ৫ম ধাপে ৭টি ইউনিয়নে ৪২ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ১০৯ জন, সাধারণ সদস্য ২৬৩ জন। আগামী ৫ জানুয়ারি-২০২২ তারিখে ঝিনাইগাতী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *