জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা||সত্যবয়ান

জাতীয় শোক দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আলোচনা সভা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার || হাজার বছরেরর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। বুধবার বিকেলে শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভা করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পাতাবাহার খেলাঘর আসরের সাবেক সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়া।

সংগঠনটির সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান তপন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জোটের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, প্রভাষক মলয় চাকী, অধ্যাপক দেবাশীষ দাস মিলন, প্রদীপ সাহা কার্তিক, দিপক দাম, শুভংকর সাহা প্রমুখ।

এসময় বক্তারা, বঙ্গবন্ধু ৭মার্চের ঐতিহাসিক ভাষণে যে তিনটি বিষয়ে মুক্তির কথা বলেছেন তারমধ্যে সাংস্কৃতিক মুক্তির কথাও বলেছেন, বঙ্গবন্ধু বলেছেন একটি জাতি সাংস্কৃতিক মুক্তি ছাড়া পরিপূর্ণ ও অসাম্প্রদায়িক এবং উন্নত জাতি হতে পারে না।

এসময় সংগীত শিল্পী সুতপা দত্ত লোনা, আব্দুল কাদের ও মমতাজ উদ্দিনসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সংগঠক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *