ছড়াকার ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক এর একগুচ্ছ ছড়া||সত্যবয়ান

ছড়াকার ও শিশুসাহিত্যিক মোস্তাফিজুল হক এর একগুচ্ছ ছড়া||সত্যবয়ান

০১. ক্যাট নয় চিতা

লম্বাটে লেজ তার
খুব বেশি তেজ তার
গোঁফে ভরা মুখ তার
শীতে চাই সুখ তার।

চলনে কী রাগ সে
তবু নয় বাঘ সে
হেঁটে চলে ধীর সে
যেন বাঘা বীর সে।

দেখে তাকে ইঁদুরের
প্রাণে ভূমিকম্প,
খপ করে ধরে ফেলে
তেড়েমেরে লম্ফ।

ডোরাকাটা বাঘাপুষি
দুধভাতে হয় খুশি,
বিগ ক্যাট মানে চিতা
বেড়ালের নয় মিতা।

০২. মেছোবাঘ ও ডাহুকছানা

বিলের ভেতর কচুর পানা
হেঁটে বেড়ায় ডাহুকছানা
হাঁটতে গিয়ে উল্টে পড়ে
দাঁড়ায় আবার ডানার ভরে।

কালচে রঙের ছানা দুটি
ডুব দিয়ে খায় চুনোপুঁটি।

মেছোবাঘের ইচ্ছে নাকি
করবে শিকার ডাহুক পাখি
ঝম্ফ দিলো যেমনি ঝপাৎ
ডাহুকছানা অমনি তফাৎ!

মেছোবাঘের হলোটা কী?
জলে ডুবে মরতে বাকি!

০৩. হাতিয়ার হাতি নয়

শুঁড় দিয়ে সব ধরে
নাম তবু হাতি,
নাম নিয়ে দুঃখিত
হাতিদের নাতি।

ঝগড়ায় লোকজন
করে হাতাহাতি,
হাতিদের নাম টেনে
কেন মাতামাতি?

কাজে লাগে যতকিছু
কেন হাতিয়ার?
কলাগাছ খায় নাকি
সেই হাতি আর?

নাতিটার দাদু হাতি
বলল কী ডেকে
কলাগাছ খেয়ে কেন
রাগে যাস বেঁকে?

হাতিয়ার হাতি নয়
নামে কিবা আসে?
হোক না ছোট যত-
হাতিও সে নাশে!

০৪. মিঠেকড়া ছড়া

ছোট্ট যারা প্রজাপতি
গন্ধরাজের কুঁড়ি,
নীলাকাশে উড়ে চলা
ইচ্ছে রঙিন ঘুড়ি।

ছোট্টরা তো রাজকন্যা
রাজপুত্তুর তারা,
সত্যিকারের রাজারানি
সৈন্যসেপাই ছাড়া।

রাজ্য ওদের ছড়ায় ভরা
ছন্দমধুর হাসি-
সোনামণির কথা ছাড়া
ছড়াটা হয় বাসি।

ছন্দমধুর ছড়াগুলো
কী আনন্দে লিখি-
ছোট্টমণি পড়ে যদি
হই ছড়াকার ঠিকই!

তোমরা যদি ছড়া পড়ো
আনন্দিত আমি,
মিঠেকড়া ছড়ারগুণে
হতেই পারি দামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *