চাঁদের হাসি রফিক মজিদ-সত্যবয়ান

চাঁদের হাসি রফিক মজিদ-সত্যবয়ান

চাঁদের আলোয় বইছে জোয়ার
দূর আকাশের গাঁয়
খোকার মনে সাধ জেগেছে
চাঁদটা যদি পায়।

চাঁদের আলোয় করবে খেলা
দিন-রাত্রি বেলা
বন্ধুদের সব আনবে ডেকে
বসবে মাঠে মেলা।

অচিনপুরের শিশুরা সব
আসবে দল বেঁধে
তাদের সাথে খেলবে তারা
কাঁধ মিলিয়ে কাঁধে।

অশুভ সব দৈত্য-দানব
বধ করবে তারা
শিশুর মুখে হাসি ফোঁটাবে
কষ্টে আছে যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *