আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা

আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ব বৃহৎ ক্রেডিট ইউনিয়ন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার শালচুড়া আদর্শ রিসোর্স মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে জাতীয়ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়।

অত্র ক্রেডিট ইউনিয়নের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।

অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি আলহাজ্ব হারুন উর রশিদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মো. আবু কাশেম, সহকারি কমিশনার (ভুমি) মো. আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র প্রতিনিধি উপ পরিদর্শক রাজিব ভৌমিক, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব এর জেলা ব্যবস্থাপক তোফায়েল আহমেদ প্রমুখ। সদস্যেদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক জঞ্জুরুল হক, প্রভাষক আবু বকর সিদ্দিক।

উক্ত বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয ব্যায় সংক্রান্ত হিসাব পেশ করেন, অত্র ক্রেডিট ইউনিয়নের ট্রেজারার মেহেদী হাসান মামুন।

বার্ষিক সাধারণ সভায় সার্বিক সহযোগিতা করেন, অত্র প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান হালিম এবং অত্র প্রতিষ্ঠানের সিইও মোহাম্মদ শাজাহান সিরাজ।

এ সময় অত্র ক্রেডিট ইউনিয়নের সকল ডিরেক্টক, সকল সদস্য- সদস্যা, জনপ্রতিনিধি, সুশীল সমাজে নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রেফেল ড্রয়ের মাধ্যমে ১শত ৩ জন সদস্যকে পুরস্কৃত করা হয়। তাছাড়া সর্বোচ্চ আমানতকারী এবং শতভাগ নিয়মিত লেনদেনকারী সদস্যকে পুরস্কৃত করা হয়।

জানা গেছে, এ প্রতিষ্ঠানের বর্তমানে সদস্য সংখ্যা ৫হাজার ৩শত ১১ জন এবং মুলধন প্রায় ৩৩কোটি টাকা। ইতিপূর্বে ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ট প্রতিষ্ঠান হিসেবে একাধিকবার অত্র ক্রেডিট ইউনিয়ন পুরস্কার অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *