আজ টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

আজ টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক:

মুম্বাইয়ে ৪৫ হাজার আসনের ওয়াংখেড়ে আজ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছেন সাকিব আল হাসানের দল। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে জয়ের বিকল্প পথ নেই। জিততেই হবে। শুধু আজ নয়, বাকি চার ম্যাচেও জিততে হবে। এমন কঠিন সমীকরণের পাইপলাইনে দাঁড়িয়ে টাইগাররা।

তার পরও টাইগার অধিনায়ক সাকিব স্বপ্ন দেখছেন, ‘আমরা হয়তো একটি ম্যাচ জিতেছি। একটি ম্যাচ জিতলে মোমেন্টাম তৈরি হবে। সেটা করতে আমরা প্রস্তুত। তবে এটা ঠিক, সমীকরণের হিসাবে আমরা পিছিয়ে নেই। অন্য দলগুলো আমাদের সহায়তা করছে। আমরা এখন নিজেরা যদি নিজেদের সহায়তা করতে পারি, তাহলে আমরা স্বপ্ন দেখতে পারি।’ এক জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৬-এ অবস্থান করছে বাংলাদেশ। পাঁচ জয়ে সবার ওপরে ভারত।

জয়ের জন্য মরিয়া ম্যাচে আজ সাকিব খেলতে পারেন। তবে খেলছেন না তাসকিন আহমেদ। মিডিয়ার মুখোমুখিতে এমনটাই বলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান, ‘যখন অনুশীলন করেছি, কোনো ব্যথা অনুভব করিনি। নেগেটিভ কোনো কিছু ফিল করিনি। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আশা করি সব ফিট। আজকের (গতকাল) ফিটনেস টেস্ট ও ব্যাটিংয়ে কোনো সমস্যা হয়নি। যদি ব্যথা অনুভব না করি তাহলে আশা করছি খেলব। কাঁধের ব্যথার জন্য তাসকিন কাল (আজ) খেলতে পারছে না। তার কাঁধে সমস্যা রয়েছে। দুই ম্যাচে ভুগেছে তাসকিন। ডাক্তার ও ফিজিও সিদ্ধান্ত নিয়েছে পরের দুই ম্যাচে তাকে বিশ্রাম দিতে। আশা করছি পরের চার ম্যাচে তাকে পাওয়া যাবে।’

বিশ্বকাপে দারুণ খেলছে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচের তিনটি জিতে সেমিফাইনালের পাইপলাইনে উঠেছে। যদিও পচা শামুকে পা কাটার মতো নেদারল্যান্ডসের কাছে হেরেছে। কিন্তু দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল তারা। তিন সেঞ্চুরিতে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৪২৮ রান এবং বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৯৯ রান করেছে। এমন দুর্ধর্ষ ব্যাটিংলাইনকে ঠেকাতে একাদশ কীভাবে সাজাবেন টাইগার অধিনায়ক। হাসিমুখে উত্তর দেন, ‘চেন্নাইয়ের মাঠ হলে স্পিনার দিয়ে খেলানো যেত। কিন্তু ওয়াংখেড়ের মাঠ ছোট, সুতরাং স্পিন দিয়ে বাজিমাত করার পরিকল্পনা করাটা কঠিন। তার পরও আমাদের বোলারদের নিজেদের সেরাটাই করতে হবে।’

বিশ্বকাপে তিনটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচেই আগে ব্যাটিং করেছে। একটি ম্যাচে শুধু চেজ করে হেরেছে। আফ্রিকান দেশটির বিরুদ্ধে টস জিততে চান টাইগার অধিনায়ক, ‘দোয়া করেন যেন টস জিততে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *