নিজস্ব প্রতিবেদক:দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলার বাদী স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিবের ডেস্ক বদল করা হয়েছে।
বাদী উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ ওসমানীকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করে সোমবার (১৭ মে) জারি করা অফিস আদেশটি মঙ্গলবার (১৮ মে) প্রকাশ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। একই আদেশে আরও পাঁচ উপসচিবের ডেস্ক বদল করা হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনের জন্য সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। স্বাস্থ্য সচিবের একান্ত সচিবের কক্ষে ফাইল থেকে নথি সরানোর অভিযোগে তাকে ওই রুমে আটকে রাখা হয় এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়া হয়। তার ওপর নির্যাতনেরও অভিযোগ তোলেন রোজিনা। একপর্যায়ে সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাড়ে পাঁচ ঘণ্টা পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার রাতে রোজিনা ইসলামের বিরুদ্ধে শাহবাগ থানায় অফিসিয়াল সিক্রেটস আইনে মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।