শ্রীবরদী প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী সীমান্ত থেকে ২ যুবক কে গ্রেপ্তার করেছে বিজিবি। ২৭ শে ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্ত জনপদের খাড়ামোড়া এলাকার বাংলাদেশ ভারত সীমান্ত মেইন পিলারের ১০৯৮ থেকে ২ যুবককে আটক করে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির একটি টহল দল। আটকৃতরা হলো উপজেলার পশ্চিম খাড়ামোড়া গ্রামের তারা মিয়ার ছেলে মিল্লাদ হোসেন( ২০) ও রাঙ্গাজান গ্রামের রবিজল মিয়ার ছেলে রুমান (১৯)। তাওয়াকোচা বিজিবি সীমান্ত ফাঁড়ির হাবিলদার মো কাজী আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আটককৃত দুই যুবক খাড়ামোড়া এলাকার সীমান্ত পিলার নং ১০৯৮ এর জিআর নং ৯৫৩৯১৩ দিয়ে আনুমানিক ১ শত গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুরাকাশিয়া ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের প্রচলিত আইন অমান্য করে পাসপোর্ট ব্যতীত বাংলাদেশ হইতে ভারতের সীমান্তের ভিতরে প্রবেশ করায় তাদের আটক করে।
পরবর্তীতে বিকালে সীমান্ত এলাকার আন্তর্জাতিক সীমানার শূন্য লাইনের মেইন পিলার ১০৯৭/৫ এসএর নিকট বিজিবি ও বিএসএফের যৌথ পতাকা বৈঠকে আটক ২ যুবক কে বিজিবির কাছে হস্তান্তর করেন বিএসএফ। তিনি আরো জানান এ ঘটনায় আটককৃত দের বিরুদ্ধে ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১(১) (ক)ধারায় শ্রীবরদী থানায় মামলা দিয়ে মঙ্গলবার রাতে সোপর্দ করা হয়।
স্থানীয় একাধিক সূত্র জানায়, সীমান্ত এলাকার সঙ্গবদ্ধ একটি চক্র দীর্ঘদিন যাবত অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের সীমান্তবর্তী গ্রামের গ্রামবাসীদের বাড়ি ঘরে ঢুকে গবাদি পশু পাখি চুরি ও বাড়ি ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী চুরি করে থাকে। বিভিন্ন সময়ে তারা গরু ছাগল সহ বিভিন্ন সামগ্রী ও মাদক এনে থাকে। স্থানীয় বালিজুরী বাজারে একটি সিন্ডিকেটের মাধ্যমে এসব চুরি কৃত সামগ্রি ক্রয় বিক্রয় করা হয় । ২ যুবক কে আটক করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে সেই প্রভাবশালী সিন্ডিকেটটি। মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার
এসআই মাইনুল রেজা জানায়, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে শেরপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার কাজী আনোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন । সীমান্তে চোরাচালান প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে।