স্টাফ রিপোর্টারঃ শেরপুর পৌরসভার নির্বাচনে বহু জল্পনা কল্পনা ও প্রতিক্ষার অবসান ঘটিয়ে আবারও নৌকার মাঝি হলেন বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। আসন্ন চতুর্থ দফার পৌরসভা নির্বাচনে শেরপুর পৌরসভায় আবারো বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেলেন তিনি। ১৩ জানুয়ারি বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে চতুর্থ দফার নির্বাচনে দেশের মোট ৫৬টি পৌরসভার জন্য নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ নৌকা প্রতীকের তৃতীয় বারের মত প্রার্থী হলেন বর্তমান মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। বুধবার রাতে আওয়ামীলীগ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড তার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আরিফ রেজা তাদের মনোনয়নপত্র জমা দেন।